আমি নিজেই এই সরকারের কাছ থেকে পালিয়ে থাকার চেষ্টা করছি: অর্থমন্ত্রী


হলমার্কের ঘটনাকে ভয়াবহ হিসেবে উল্লেখ করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘শুধু সোনালী ব্যাংক নয়, অনেক লোক এতে জড়িত বলে আমার সন্দেহ হয়তিনি আরো বলেন, অনেকেই আমার পদত্যাগ দাবি করছেন বিষয়টি আমি দেখছি আমি নিজেই মাস ধরে এই সরকারের কাছ থেকে পালিয়ে থাকার চেষ্টা করছি, বিভিন্ন ঝামেলার জন্য পারছি না ব্যাংকিং পদ্ধতির মধ্যে এত বড় জালিয়াতি হতে পারে কি না, তা নিয়ে বিস্ময় প্রকাশ করে অর্থমন্ত্রী বলেন, ‘শুধু এক হাতে তালি বাজে না সবারই কিছু দোষ আছে
আজ রোববার সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে অর্থমন্ত্রী সাংবাদিকদের কাছে এসব কথা বলেনসংবাদ ব্রিফিংয়ে অর্থমন্ত্রী আরও বলেন, অনেকেই দেশ থেকে পালানোর ফন্দিফিকির করছে আমরা ব্যবস্থা নিচ্ছি হলমার্কের ঘটনায় যথেষ্ট তদন্ত করা হয়েছে এখন মামলা করা জরুরি
পদ্মা সেতু প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা মসিউর রহমানের পদত্যাগ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘এটা পদত্যাগের প্রশ্ন নয় বিশ্বব্যাংক পদত্যাগ চেয়েছে এর কোনো যৌক্তিকতা নেই আবুল হোসেন তো পদত্যাগ করেছেনতাছাড়া  পদ্মা সেতু . মোহাম্মদ ইউনুস পুরাতন ইস্যু হলমার্র্ক নতুন ইস্যুআমি বলব, শুধু এক হাতে তালি বাজে না অতি কথন আছে, যেটা আমিও করি
তিনি বলেন, ‘হলমার্কের ব্যাপরটা ভয়াবহ ব্যাপার সোনলী ব্যাংকের একটি শাখা থেকে চার হাজার কোটি টাকা নেওয়া হয়েছে, এটি অনেক টাকাব্যাংকিং সেক্টরে ধ্বস এটা বললে দেশের জন্য খুবই ক্ষতি হয় বিদেশের কাছেও দেশের ক্ষতি হয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান নিজেদের কাজে স্বাধীন আমি আবারও বলছি, নিজেদের কাজে তারা স্বাধীন

Powered by Blogger.