তত্ত্বাবধায়ক সরকার এলে কেউই রেহাই পাবে না: প্রধানমন্ত্রী


বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় রাজনীতিবিদদের ওপর নির্যাতনের প্রসঙ্গ টেনে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা এখন সোচ্চার, তারাও রেহাই পাবেন না শনিবার বিকালে গণভবনে আওয়ামী লীগের সহযোগী ভ্রাতৃপ্রতীম সংগঠনগুলোর সঙ্গে সৌজন্য সাক্ষাতের শুরুতে তিনি কথা বলেনশেখ হাসিনা বলেন, যে জুলুম অত্যাচার হয়েছিল, আপনাদের অনেকের হয়ত সেটা মনে আছে আমরা রাজনীতিবিদরা তো জেলে যাবই, তবে কেউই রেহাই
পাবে না যারা এজন্য সোচ্চার তারাও রেহাই পাবে নাআওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বিলোপ করে। এর ফলে বর্তমানে নির্বাচিত সরকারের অধীনে নির্বাচন হবে
তবে আওয়ামী লীগের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না- এই দাবি করে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালের দাবি জানিয়ে আসছে বিএনপিসহ বিরোধী দল
বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, আমরা ঠেকিয়েছি। যে ভূত চেপে বসেছিল তা এখনও বিলীন হয়ে যায়নি। যারা বিগত তত্ত্বাবধায়কের সময় তাদের পক্ষে সোচ্চার ছিলেন, তারাই এখন আমাদের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়াচ্ছেন
বিগত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আমলে বিদ্যুৎ খাতের দুরবস্থার চিত্র তুলে ধরেন শেখ হাসিনা
তিনি বলেন, ওই সময়তো সুশীল সমাজের উচ্চ শ্রেণীর লোকেরা সেনাশাসিত সরকারের ক্ষমতায় ছিল। কিন্তু তারা বাড়তি এক মেগাওয়াট বিদ্যুৎও জাতীয় গ্রিডে যোগ করতে পারেনি

Powered by Blogger.