থানার মধ্যেই দারোগার (এসআই) বিরুদ্ধে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে মামলা

ফুলপুর থানার এক দারোগার (এসআই) বিরুদ্ধে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে মামলা হয়েছে ময়মনসিংহের নারী ও শিশু নির্যাতন দমন আদালতে। উপজেলার চর বাহাদুর গ্রামের এক নারী রোববার এসআই আনোয়ার হোসেনের বিরুদ্ধে ওই মামলা করেন। বিচারক মোহাম্মদ আতাউর রহমান অভিযোগ গ্রহণ করে তদন্ত
 করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন।
মামলায় বলা হয়, বাদি গত ১৮ জুলাই প্রতিবেশী আতাব
উদ্দিন ও তার সহযোগীদের হাতে নির্যাতিত হন। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ২২ জুলাই ফুলপুর থানায় তিনি একটি মামলা করেন। ওই মামলার তদন্তের দায়িত্ব পান এসআই আনোয়ার।
গত ৭ আগস্ট আনোয়ার বাদিকে মোবাইলে ফোন করে মামলার অগ্রগতি জানার জন্য থানায় দেখা করতে বলেন। রাত ৮টায় বাদি থানায় গেলে এসআই নিজের কক্ষে নিয়ে জোরপূর্বক শ্লীলতাহানির চেষ্টা করেন।
বাদির অভিযোগ, থানার ওসিকে বিষয়টি জানালেও তিনি ব্যবস্থা নেননি। পরে দু’দফা ময়মনসিংহে এসে মামলা করার চেষ্টা করলেও এসআই আনোয়ারের ভয়ভীতি ও বাধার কারণে তা করতে পরেননি।

Powered by Blogger.