আধাডজন স্মার্টফোন আনবে এসার

অ্যান্ড্রয়েড উইন্ডোজ ফোন অপারেটিং সিস্টেমনির্ভর আধাডজন স্মার্টফোন তৈরি করবে কম্পিউটার হার্ডওয়্যার নির্মাতাপ্রতিষ্ঠান এসার
২০১৩ সালের মধ্যে এই স্মার্টফোনগুলো বাজারে আনবে প্রতিষ্ঠানটি এর মধ্যে একটি স্মার্টফোনে ব্যবহূত হবে মাইক্রোসফটের মোবাইল অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ আর বাকি পাঁচটি মডেলের স্মার্টফোনে ব্যবহূত হবে গুগলের অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণ এক খবরে তথ্য জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেট
এসারের প্রেসিডেন্ট জিম ওয়াং তাইওয়ানের প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডিজিটাইমসকে জানিয়েছেন, আগামী বছরের জন্য এসার যেসব স্মার্টফোন বাজারে আনার পরিকল্পনা করেছে, তার মধ্যে উইনডোজনির্ভর অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোন থাকবে এসারের হাই এন্ডের বা দামি মোবাইলগুলোতে কোয়ালকমের তৈরি ডুয়াল কোর প্রসেসর ব্যবহূত হবে আর সাশ্রয়ী বা লোয়ার এন্ডের স্মার্টফোনগুলোর জন্য চিপসেট তৈরি করবে মিডিয়াটেক
ইউরোপ, চীন দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর বাজারে স্মার্টফোনগুলো ছাড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এসার
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া ভারতের বাজারকেই বেশি গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি

Powered by Blogger.