অ্যাপলের নতুন পণ্যের ঘোষণা ১২ সেপ্টেম্বর
অ্যাপলের
তৈরি নতুন সংস্করণের আইফোনের
নাম ‘আইফোন ৫’ নিয়ে
সংশয় থাকলেও ১২ সেপ্টেম্বরের
অ্যাপলের অনুষ্ঠান নিয়ে কোনো সংশয়
নেই। আনুষ্ঠানিকভাবে
নতুন পণ্যের ঘোষণা দেবার
জন্য ১২ সেপ্টেম্বর তারিখটিকেই
নির্দিষ্ট করেছে অ্যাপল।
এক খবরে এ তথ্য
জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
আনুষ্ঠানিকভাবে নতুন পণ্যের ঘোষণার জন্য সান ফ্রান্সিসকোর ইয়ারবা বুয়েনা সেন্টার ফর দ্য আর্টসে ১২ সেপ্টেম্বর একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে অ্যাপল। এ অনুষ্ঠানে অ্যাপলের নতুন পণ্যের ঘোষণা দেবেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী টিম কুক।
প্রযুক্তি বিশ্লেষকরা ধারণা করছেন, ১২ সেপ্টেম্বর ‘আইফোন ৫’ ও ‘নতুন আইপড’ ঘোষণা দিতে পারেন টিম কুক। জানা গেছে, আইফোনের নামের ক্ষেত্রে পরিবর্তন করে ‘নিউ আইফোন’ রাখতে পারে প্রতিষ্ঠানটি।
আনুষ্ঠানিকভাবে নতুন পণ্যের ঘোষণার জন্য সান ফ্রান্সিসকোর ইয়ারবা বুয়েনা সেন্টার ফর দ্য আর্টসে ১২ সেপ্টেম্বর একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে অ্যাপল। এ অনুষ্ঠানে অ্যাপলের নতুন পণ্যের ঘোষণা দেবেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী টিম কুক।
প্রযুক্তি বিশ্লেষকরা ধারণা করছেন, ১২ সেপ্টেম্বর ‘আইফোন ৫’ ও ‘নতুন আইপড’ ঘোষণা দিতে পারেন টিম কুক। জানা গেছে, আইফোনের নামের ক্ষেত্রে পরিবর্তন করে ‘নিউ আইফোন’ রাখতে পারে প্রতিষ্ঠানটি।


