যুদ্ধাপরাধ মামলা দ্রুত নিষ্পত্তিতে সংসদে বিল উঠছে আজ
আন্তর্জাতিক
অপরাধ ট্রাইব্যুনালে চলমান মামলাগুলো দ্রুত নিষ্পত্তিতে সংসদে বিল উঠছে আজ
মঙ্গলবার। রায়ের পর আপিলের সময়সীমা ৬০ দিনের পরিবর্তে ৩০ দিন করার বিধান
রেখে এ বিল উত্থাপন হচ্ছে। আজ মঙ্গলবার 'ইন্টারন্যাশনাল ক্রাইমস
(ট্রাইব্যুনালস) (সেকেন্ড অ্যামেন্ডমেন্ট) বিল-২০১২' উত্থাপন করবেন আইন
প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। পরে এটি পরীক্ষা করে সংসদে রিপোর্ট দেওয়ার জন্য
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে
পাঠানো হবে। সংসদ সচিবালয় সূত্র জানায়, রোববার বিলটি উত্থাপনের নোটিশ দেন
আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। গত ৩ সেপ্টেম্বর বিলটি মন্ত্রিসভার অনুমোদন
পায়। প্রস্তাবিত আইনে রায় ঘোষণার দিনই রায়ের সার্টিফায়েড কপি উভয় পক্ষকে
দেওয়ার বিধান রাখা হয়েছে। ওই কপি পাওয়ার ৩০ দিনের মধ্যেই আপিল করার বিধান
রাখা হয়েছে। বিলের উদ্দেশ্য ও কারণ সংবলিত বিবৃতিতে বলা হয়েছে,
যুদ্ধাপরাধসহ মানবতাবিরোধী অপরাধের বিচার দ্রুত নিষ্পন্ন করতে বিলটি
উত্থাপন করা হয়েছে। বিলটি পাস হলে এসব মামলার বিচার দ্রুত সম্পন্ন হবে বলেও
উল্লেখ করা হয়েছে। প্রসঙ্গত, গত ১৩ জুন এক ট্রাইব্যুনাল থেকে অন্য
ট্রইব্যুনালে মামলা স্থানান্তরের বিধান রেখে ইন্টারন্যাশনাল ক্রাইমস
(ট্রাইব্যুনালস) (অ্যামেন্ডমেন্ট) বিল-২০১২ সংসদে পাস হয়। যুদ্ধাপরাধসহ
মানবতাবিরোধী অপরাধের বিচার করতে ২০১০ সালের ২৫ মার্চ প্রথম ট্রাইব্যুনাল
গঠন করা হয়।

