বিয়ের স্বীকৃতি না পেয়ে কলেজ ছাত্রীর আত্মহত্যা

সেলিনার মা মনোয়ারা বেগম
জানান, ৩-৪ বছর ধরে সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের রহিম মিঝির ছেলে মো: রিপনের সঙ্গে সেলিনা আক্তারের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এরই মাঝে গোপনে গত বছর লক্ষ্মীপুরের এক কাজী অফিসে তাদের বিয়ে হয়। কিন্তু পারিবারিকভাবে দুই পরিবারের কেউই এ বিয়ে মেনে নেয়নি। বিয়ের কোন প্রমাণপত্র ও দেয়া হয়নি সেলিনাকে। গত দুইদিন আগে প্রতারক প্রেমিক রিপন সেলিনার সঙ্গে তার বিয়ে ও প্রেমের সম্পর্ক অস্বীকার করে। এ অপমান সইতে না পেওে সেলিনা গলায় ওড়না পেছিয়ে আত্মহত্যা করেন। এ ব্যাপারে সদর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়।