স্ক্যান্ডাল কিছুতেই পিছু ছাড়ছে না তারকাদের

লেপন হয় ক্যারিয়ারে।
দেশে-বিদেশে অনেক তারকাকে স্ক্যান্ডাল পিছু
ধাওয়া
করেছে।
এসব
থেকে
পিছিয়ে
নেই
বাংলাদেশও। ছোট
পর্দা
কিংবা
বড়
পর্দা।
দু’জায়গায় বদনাম কুড়িয়েছেন এমন
অভিনেত্রীর সংখ্যা
নেহাত
কম
নয়।
এই
সংখ্যাটা উঠতি
মডেল
ও
অভিনেতা-অভিনেত্রীর ক্ষেত্রে বেশি।
এই যেমন প্রভার কথাই ধরা যাক। ছোট পর্দায় এসেই হৈ-চৈ ফেলে দেন তিনি। সুনিপুন অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মন জয় করে নিতে খুব বেশি একটা সময় লাগেনি। তারপর সেই দর্শকপ্রিয়তার উষ্ণ আলিঙ্গন ছেড়ে রাজীবের সঙ্গে গোপন ও নিষিদ্ধ খেলায় মেতে ওঠেন। প্রভা আর রাজীবের স্ক্যান্ডাল মিডিয়াতে চাউর হতে খুব বেশি একটা সময় লাগেনি। ছেলে বুড়ো থেকে সবাই প্রভা-রাজীবের কা-কারখানা দেখে ছি! ছি! করেছে।
প্রভা আর রাজীবের ঘটনা মানুষ ভুলতে না ভুলতে আলোচনায় আসেন সূরকার শওকত আলী ইমন ও মডেল কন্যা জিনাত। ব্যাপারটা থানা পুলিশ পর্যন্ত গড়ায়। জিনাতের অভিযোগ, ইমন তাকে সংসারের স্বপ্ন দেখিয়ে সর্বস্ব কেড়ে নেয়। ইমনের ফেইসবুক পেইজে দু’জনার অন্তরঙ্গ ছবি দেখে কারো বুঝতে বাকি থাকে না কি ঘটেছিল তাদের জীবনে।
তারকা জগতে কেউ কেউ আছেন নিজেরা নিজেরাই স্যান্ডাল তৈরি করে তা আবার ঢাক-ঢোল পিটিয়ে সবাইকে বলে কয়ে বেড়ান। এই ক্ষেত্রে এগিয়ে আছেন লাক্স তারকা প্রসূন আজাদ। প্রেমিকের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ছবি ফেইসবুকের ছেড়ে নিন্দিত হয়েছেন তিনি।
চিত্রনায়ক আলমগীরের মেয়ে আঁখি আলমগীরকে ঘিরে বেশ কিছুদিন আগে সমালোচনার ঝড় ওঠে। আঁখি আলমগীরকে মিউজিক একটি ভিডিওতে আপত্তিকর ভাবে নাচতে দেখা গেছে। ব্যাপারটা সর্বোচ্চ আদালত পর্যন্ত গড়ায়।
এদিকে লাক্স তারকা রাহাকে স্যান্ডালের জন্য শেষ পর্যন্ত জীবন দিতে হল। মডেল হিসেবে উচ্ছৃঙ্খল, বেপরোয়া জীবন-যাপন ও প্রেমে ব্যর্থ হয়ে আত্মহত্যা করতে হয়েছে বেচারীকে।
স্ক্যান্ডাল পিছু
ছাড়ছে
না
তারকাদের। কিছু
দিন
পর
পর
এর
ওর
নামে
স্ক্যান্ডাল ছড়িয়ে
পড়ছেই।