ইনজুরির কারণে তামিমের শ্রীলঙ্কা সফরের সমাপ্তি

তামিম ইকবাল। পরে হাম্বানটোটায় প্রথম ওয়ানডেতে
অনবদ্য ১১২ রানের ইনিংস খেলেন এ বাঁহাতি ওপেনার।
এরপর ফিল্ডিং করার সময় ডান হাতের বৃদ্ধাঙ্গুলে ব্যাথা পেয়ে মাঠ ছাড়েন তামিম। স্থানীয় হাসপাতালে এক্স-রে করানো হলে দেখা যায় বৃদ্ধাঙ্গুলিতে সূক্ষ চির ধরেছে।
প্রসঙ্গত, চোটের কারণে ওয়ানডে দল থেকে বাদ পড়া দ্বিতীয় ক্রিকেটার তামিম। এর আগে অনুশীলনের সময় হাঁটুতে চোট পাওয়ায় পেসার নাজমুল হোসেনেরও সিরিজ শেষ হয়ে গেছে।