আইন ভঙ্গ করে দু’বার প্লট নিয়েছেন -এমপি সারাহ বেগম কবরী

গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী এডভোকেট আবদুল মান্নান খান বলেছেন, আইন ভঙ্গ করে শিল্পী পরিচয়ে দু’বার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট নিয়েছেন আওয়ামী লীগের এমপি সারাহ বেগম কবরী।
প্রথমে গুলশান প্রকল্প থেকে প্রায় ৬
কাঠার একটি প্লট নেন তিনি। এরপর উত্তরা আবাসিক এলাকার দ্বিতীয় পর্বে তিন কাঠার আরেকটি প্লট বরাদ্দ নেন। গুলশানের প্লটটি তিনি সারাহ কবরী (চিত্রনায়িকা) নামে নিলেও উত্তরার প্লটটি নিয়েছেন সায়োরার বেগম (কবরী) নামে।
মঙ্গলবার জাতীয় সংসদে আওয়ামী লীগের সংরক্ষিত মহিলা আসনের এমপি পিনু খানের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রীর দেওয়া প্রশ্নোত্তর বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া যায়।
তিনি আরো বলেন, স্বাধীনতার পর রাজউকের মাধ্যমে শিল্পী/সাহিত্যিক/ক্রীড়া ব্যক্তিত্বদের জন্য নির্ধারিত কোটায় সর্বমোট ৩০১ জনকে প্লট বরাদ্দ করা হয়। এই তালিকা অনুযায়ী চিত্রনায়িকা কবরী ছাড়া গুলশানে প্লট বরাদ্দপ্রাপ্ত অন্য শিল্পীরা হলেন সংগীত শিল্পী সাবিনা ইয়াসমিন, চিত্রনায়িকা দীতি, শাবানা ও ববিতা।
তবে শাবানার প্লটটি হস্তান্তর বা বিক্রি করা হয়েছে। অন্যদের প্লট ৫ কাঠার হলেও শুধুমাত্র কবরীর প্লটটি ৬ কাঠার উপরে।
নীতমালা অনুযায়ী গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনস্থ কোনো সংস্থা থেকে কেউ একবার প্লট, ফ্ল্যাট বা বাড়ি বরাদ্দ পেলে তিনি দ্বিতীয়বার এ ধরনের সুযোগ পাবেন না।

Powered by Blogger.