ভালুকায় ভূত আতংকে হুড়োহুড়িতে ২ শ্রমিক আহত, কারখানা বন্ধ
ভালুকা উপজেলার কাঠালীস্থ ইকরাম সোয়েটার ও রাসেল
এ্যপারেলস এ ভুত আতংকে ২ শ্রমিক আহত হয়। এ ঘটনায় মিল কতৃপক্ষ বুধবার
সকালে ওই কারখানা দুটি ২দিনের
ছুটি ঘোষনা করেছে। খবর পেয়ে ভালুকা মডেল
থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে ।
শ্রমিকরা জানায়, প্রতিদিনের ন্যায় তারা বুধবার সকালে
কাজে যোগদান করে। রাসেল এ্যপারেলস এর আয়রন ম্যান নোমান (২৫) বাথরুমে গেলে
ভূত আতংকে হঠাৎ অসুস্থ হয়ে যায়। এ ঘটনাটি অন্য শ্রমিকদের মাঝে জানাজানি
হলে তাদের মাঝে আতংক ছড়িয়ে পরে। পরে মিল কতৃপক্ষ ,পুলিশ ও শ্রমিকদের
সাথে আলোচনা করে কারখানা দুটি ২দিনের জন্য বন্ধ ঘোষনা করে ।
রাসেল এ্যপারেলস এর জি এম হারুন অর রশিদ জানান,
কয়েকদিন যাবৎ মিলে এ ধরনের বেশ কিছু ঘটনা ঘটে এবং মল্লিকা (২৪) নামে এক
শ্রমিক আহত হয় ।
ভালুকা মডেল থানার ওসি আঃ মোতালেব মিয়া জানান, ঘটনাটি নিছক গুজব তবে এর পিছনে অন্য কোন কারণ আছে কিনা তা খতিয়ে দেখা হবে।