রাজধানীতে ৪০ হাজার চকলেট বোমা আটক
রাজধানীতে ৪০ হাজার পিস চকলেট বোমাসহ দুইজনকে আটক করেছে শের-ই-বাংলানগর
থানা পুলিশ। আটককৃতরা হলেন, সাইফুল ইসলাম (৩০) ও আনোয়ার হোসেন (৪২)।শের-
ই-বাংলানগর থানা সূত্রে জানা যায়, আজ বুধবার সাড়ে বারোটার দিকে শের-ই
বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের দুই
নম্বর গেটের সামনে থেকে তাদের আটক করা হয়। একটি পিক আপ ভ্যানে করে এসব বিস্ফোরক সরঞ্জাম নিয়ে যাওয়ার সময় তাদের গাড়ি তল্লাশি করে ৪০ হাজার পিস বুড়িমার্স চকলেট ক্রেকার্স পটকা এবং বিভিন্ন ব্রান্ডের ৫০১ পিস রাইয়ার ওয়ার্ক বারুদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বিস্ফোরকের বাজারমূল্য প্রায় ৮ লাখ টাকা বলে জানা গেছে।
বিস্ফোরক উৎপদানাবলি আইন ১৯০৮ এর ৪ (খ/৫/৬) ধারা মোতাবেক আটককৃতদের নামে একটি মামলা হয়েছে।
নম্বর গেটের সামনে থেকে তাদের আটক করা হয়। একটি পিক আপ ভ্যানে করে এসব বিস্ফোরক সরঞ্জাম নিয়ে যাওয়ার সময় তাদের গাড়ি তল্লাশি করে ৪০ হাজার পিস বুড়িমার্স চকলেট ক্রেকার্স পটকা এবং বিভিন্ন ব্রান্ডের ৫০১ পিস রাইয়ার ওয়ার্ক বারুদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বিস্ফোরকের বাজারমূল্য প্রায় ৮ লাখ টাকা বলে জানা গেছে।
বিস্ফোরক উৎপদানাবলি আইন ১৯০৮ এর ৪ (খ/৫/৬) ধারা মোতাবেক আটককৃতদের নামে একটি মামলা হয়েছে।