কিশোরীকে ধর্ষণের অভিযোগে শাবি ছাত্র গ্রেপ্তার


মাধবপুর উপজেলার লোহাইদ গ্রামের কিশোরী ধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মনতলা শাহজালাল বিশ্ববিদ্যালয় কলেজের ২য় বর্ষের ছাত্র মোহাম্মদ আলী (২০)কে পুলিশ গ্রেপ্তার করেছে। গোপন সূত্রে খবর পেয়ে মাধবপুর থানার তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই
আবদুল্লাহ আল মামুন গতকাল সোমবার বিকালে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। এ ব্যাপারে ধর্ষণের শিকার কিশোরী বাদী হয়ে মাধবপুর থানায় একটি মামলা দিয়েছে।
হবিগঞ্জ সদর হাসপাতালে গতকাল ভিকটিমের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। গত শনিবার রাতে নানীর সঙ্গে রাতে থাকার কথা বলে ডেকে নিয়ে লোহাইদ গ্রামের তাহের মিয়ার ছেলে মোহাম্মদ আলী প্রতিবেশী মইদর আলীর কিশোরী কন্যাকে ধর্ষণ করে।

Powered by Blogger.