সালমানকে বিয়ের প্রস্তাব প্রিতির

সালমান খানকে তার জীবনের জন্য বন্ধু বলে আখ্যায়িত করেছেন বলিউডের মিষ্টি মেয়ে বলে পরিচিত প্রিতি জিনতা। সম্প্রতি দেয়া এক ইন্টারভিউতে প্রিতি এমনই উচ্ছসিত ভাবে প্রসংশা করছিলেন টাইগার সাল্লুর। ইন্টারভিউতে অনেকটা গদগদ হয়েই প্রিতি বলেন, “একটা মানুষ যখন শুধু ভালো কিছু করবে তখন তার গুণকীর্তন করতে হবে তা ঠিক নয়। আমি আমার জীবনের সব পর্যায়ে সালমানকে দেখেছি। এমনকি যখন আমি আইপিএল নিয়ে মামলায় ছিলাম কিংবা অর্থনৈতিক চাপের সময়। একমাত্র তখন সালমানকেই আমি আমার পাশে পেয়েছি। এটি আমার কাছে অনেক কিছু।”
সাক্ষাতকারে প্রিতি সালমানের নতুন ব্লকবাস্টার ‘এক থা টাইগারেরও প্রশংসা করতে ভুলেননি। আর সালমানের উদারতার কথা বলতে গিয়ে যেন আরেকবার নুয়ে পড়েছিলেন এই চকলেটি এ্যাকট্রেস। তিনি বলেন, “সালমানই একমাত্র লোক যে কিনা আমার পাশে এমন করে ছিলো এবং তার সাধ্য অনুযায়ি আমাকে অর্থনৈতিকভাবে সাহায্য করেছে।”
শুধু বন্ধু সালমানকে স্মরণ করেই দায় সারেননি প্রিতি। সেই সঙ্গে মনে করেছেন তাদের দুজনের করা অন্যতম সেরা ছবিগুলোর কথাও। কেনো সালমান-প্রিতি জুটি হিসেবে সফল এমন প্রশ্নের জবাবে প্রিতি জানান, কারণ তারা একে অপরের সঙ্গে কাজ করতে স্বাচ্ছন্দ বোধ করেন।

Powered by Blogger.