কর্নেল দম্পতির আপত্তিকর ভিডিও পর্নো সাইটে ফাস

ভারতীয় সেনাবাহিনীর এভিয়েশন ইউনিটের একজন শীর্ষ কর্মকর্তা তাঁর ঊর্ধ্বতন এক কর্মকর্তা ও তাঁর স্ত্রীর যৌনসংসর্গের ছবি ও ভিডিও ‘পর্নো’ ওয়েবসাইটে তুলে (আপলোড) দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
জি নিউজের খবরে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তি মেজর পদের একজন কর্মকর্তা। আর যাঁর ছবি জুড়ে দেওয়া হয়েছে, তিনি লেফটেন্যান্ট কর্নেল পদের। দুজনে একই ইউনিটে কাজ করেন।
ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, অভিযুক্ত মেজরের বিরুদ্ধে তদন্ত চালিয়ে যাচ্ছে সামরিক কর্তৃপক্ষ। ছবি ও ভিডিওগুলো কীভাবে তোলা হলো, আর কীভাবেই-বা সেগুলো তাঁর কাছে এল, সবকিছু খতিয়ে দেখা হচ্ছে। শুধু অভিযুক্ত মেজর নন, এ ঘটনায় ইউনিটের অন্য কর্মকর্তাদের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। ধারণা করা হচ্ছে, এর সঙ্গে আরও অনেকে জড়িত থাকতে পারেন। তদন্ত চলছে ব্রিগেডিয়ার পদমর্যাদার একজন কর্মকর্তার অধীনে। তদন্তের ব্যাপারটা স্বীকার করলেও বিস্তারিত প্রকাশ করতে রাজি হয়নি সেনাসদর দপ্তর।
দায়িত্বশীল সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়, লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার ওই কর্মকর্তার স্ত্রীর ফোন নম্বরসহ আপত্তিকর ছবি ও ভিডিও অন্তত ১৯টি ওয়েবসাইটে দেখা গেছে। তবে সেনা গোয়েন্দা সংস্থা সবগুলো ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে। ওয়েবসাইটে জুড়ে দেওয়া অর্ধডজন ভিডিও মোট তিন মিনিট ৫০ সেকেন্ডের।

Powered by Blogger.