সালাউদ্দিন কাদের রাসপুতিন, প্রেমিকা তুরিন আফরোজ!

ও সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে প্রথম দিনের যুক্তিতর্ক উপস্থাপন শেষে তিনি এ মন্তব্য করেন।
দিনের বিচারিক কার্যক্রম শেষে প্রসিকিউটর তুরিন আফরোজ ও সুলতান মাহমুদ সীমনসহ কয়েকজন নিজেদের মধ্যে কথা বলছিলেন। এসময় এগিয়ে আসেন হাসিনা কাদের সিনহা।
এসেই তিনি তুরিন আফরোজকে বলেন, তুমি তো আমার ভাইকে রাসপুতিনের সঙ্গে তুলনা করেছো, তাই না? রাসপুতিন কাকে পছন্দ করতেন, জানো তো? তার প্রেমিকার নাম ছিল, ‘মারিয়া’। তুমি কিন্তু সেই ‘মারিয়া’।
উল্লেখ্য, ট্রাইব্যুনালে বুধবার সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন প্রসিকিউশন। চতুর্থ ও শেষ দিনের যুক্তিতর্কে প্রসিকিউটর তুরিন আফরোজ আসামি সালাউদ্দিন কাদের চৌধুরীকে তুলনা করেন ভণ্ড ধর্মযাজক গ্রিগরি ইয়েফ্লিমোভিচ রাসপুতিনের সঙ্গে।
তুরিন আফরোজ বলেছিলেন, সালাউদ্দিন কাদের চৌধুরী একাত্তরের সেই রাসপুতিন, যিনি নিজেকে খুঁজে বেড়াচ্ছেন, কিন্তু দেখতে পাচ্ছেন না। নিউজ ইভেন্ট