মডেল মেহজাবিনের ‘পর্নো’!
মডেল মেহজাবিনের ‘পর্নো’ নামে ফেসবুকে ভিডিও লিংক দেখে অবাক হয়েছেন
অনেকে। কিন্তু ফেসবুকে মেহজাবিনের ছবি দেয়া ‘পর্নো ভিডিও’ লিংকে ক্লিক করে
রীতিমত বিড়ম্বনায় পড়েছেন ফেসবুক ব্যবহারকারীরা। ওই লিংকে ক্লিক করা মাত্রই
নতুন করে আবার শেয়ার হচ্ছে সেটি। আইটি বিশেষজ্ঞরা বলছেন, এটি একটি স্পাম।
তবে মডেল মেহজাবিন মনে করেন তাঁর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে অসাধুরা এসব অপপ্রচারে নেমেছে। তিনি তাঁর ভক্তদের এগুলো দেখে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দিয়েছেন।
এর আগেও বিভিন্ন সময় জনপ্রিয় তারকাদের মুখচ্ছবি ব্যবহার করে তৈরি করা লিংক ছড়িয়ে দেয়া হয়েছে ফেসবুকে। এর মধ্যে পপ সিঙ্গার সেলিনা গমেজ, জাস্টিন বিবারসহ অনেকের ছবিই ব্যবহার করা হয়েছে। যেগুলো আসলে এক ধরনের ‘ভাইরাস’।
আইটি বিশেষজ্ঞরা বলেন, মানুষকে আকৃষ্ট করার জন্য এসব বিভ্রান্তিকর ভিডিও ক্লিপ সদৃশ লিংক শেয়ার করা হয়। আসলে এগুলো স্পাম। বিব্রতকর পরিস্থিতি এড়াতে এগুলোতে ক্লিক না করা উচিত।

