নিষিদ্ধপল্লী থেকে উদ্ধার বাংলাদেশী দু’যুবতী

। ফারাক্ষানা পুলিশের সিনিয়র ইন্সপেক্টর ভানুপ্রতাপ বার্জ বলেছেন, সহকারি পুলিশ ইন্সপেক্টর গীতা বাগাওয়াড়ে একটি তথ্য পান যে- বাংলাদেশী দু’যুবতীকে ওই নিষিদ্ধপল্লীতে বিক্রি করে দেয়া হচ্ছে। সঙ্গে সঙ্গে পুলিশ ফোর্স সেখানে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে। পাচারকারীরা তাদেরকে ভাল চাকরি দেয়ার প্রলোভনে ভারত নিয়ে যায়।