এরশাদ-মির্জা ফখরুল সাক্ষাৎ

বাসা। শুভেচ্ছা জানাতে সেখানে ছুটে যান জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম, বিএনপি স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলসহ অনেকেই। সোমবার রাত সাড়ে ৭টায় থেকে ঘণ্টাব্যাপী এ জন্মদিনের অনুষ্ঠান চলে। এ সময় সাবেক প্রেসিডেন্ট এরশাদের সঙ্গে কুশল বিনিময় করেন বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা আলমগীর। অনুষ্ঠানে উপস্থিত বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, রাজনীতিবিদরা একসঙ্গে স্বাভাবিকভাবেই রাজনৈতিক বিষয়ে কথা হয়। এখানে রাজনৈতিক পরিস্থিতিসহ নানা বিষয়ে কথা হয়েছে। তবে আলাদা করে কারও সঙ্গে কোন বৈঠক হয়নি।