ফেসবুকে খুজে পাবেন না ১৮ বছরের কম বয়সী বন্ধুদের

গ্রাফ সার্চের মাধ্যমে ফেসবুকে সহজেই বন্ধুদের খুজে পাওয়ার জন্য একটি ফিচার ইতিমধ্যেই ফেসবুক কর্তৃপক্ষ চালু করেছে, তবে শুধুমাত্র কিছু ব্যাবহারকারী ছাড়া সব ব্যাবহারকারীরা এখনও ফিচারটি ব্যাবহার করতে পারছেন না। গ্রাফ সার্চের মাধ্যমে বন্ধুদের খুজে পাওয়া সহজ হলেও
ফেসবুকে ১৮ বছরের কম বয়সী বন্ধুদের এখন খুজে পাওয়া কষ্টকর হয়ে যাবে। গ্রাফ সার্চের মাধ্যমে কোন বন্ধুর বসবাসের স্থান বা স্কুলের নাম দিয়ে সার্চ করলে ঐ বন্ধুদের খুজে পাওয়া যায়। কিন্তু ফেসবুক এখন থেকে ১৮ বছর বয়সী বন্ধুদের এই রকম তথ্যগুলো সবার জন্য উন্মুক্ত রাখবে না। শুধুমাত্র ১৮ বছর বয়সী ফেসবুক ব্যাবহারকারীর বন্ধু অথবা বন্ধুদের বন্ধুরায় কেবল তাদের সব ধরনের তথ্য দেখতে পারবে। ফেসবুকের নিরাপত্তা বিভাগের ম্যানেজার নিকি জ্যাকসন সিএনএনকে জানান, কম বয়সী ফেসবুক ব্যাবহারকারীদের তথ্য অনেকটা সংবেদনশীল তাই ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। ফেসবুক ব্যাবহারের সর্বনিন্ম বয়সসীমা ১৩ বছর হলেও কম বয়সীরা বা ১৮ বছর বয়সীরাও তাদের বয়স বাড়িয়ে দিয়ে হারহামেশাই ফেসবুক ব্যাবহার করছে, ফেসবুকের এই পদক্ষেপের ফলে ১৮ বছরের কম বয়সীরা তাদের প্রকৃত তথ্য দিয়ে এখন থেকে নির্বিঘ্নে ফেসবুক ব্যাবহার করতে পারবে।

Powered by Blogger.