মল্লিকার চলচ্চিত্রে ওবামার দাওয়াত

বলিউডের অন্যতম আবেদনময়ী অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত তার মুক্তি অপেক্ষাকৃত চলচ্চিত্র ‘ডার্টি পলিটিক্স’-এর পার্টিতে দাওয়াত দিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট
বারাক ওবামাকে। আর ওবামার উপস্থিতি নিশ্চিত করার জন্য এই পার্টির আয়োজন করা হয়েছে আমেরিকাতেই। আর এই পার্টিতে ওবামাকে হাজির করানোর নিশ্চয়তা জানাতেই গতকাল এক সংবাদ সম্মেলনের আয়োজন করে মল্লিকা শেরাওয়াত। মল্লিকা জানায়, এটি হবে তার ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ছবি। উল্লেখ্য, ২০১১ সালে মল্লিকা ওবামার এক পার্টিতে অংশ নেয় ওবামার সঙ্গে চায়ের দাওয়াত পায় মল্লিকা এবং পরবর্তীতে আমেরিকান নির্বাচনে মল্লিকা ওবামার জন্য ক্যাম্পেইনে অংশ নেন।

Powered by Blogger.