স্ত্রীর মৃত্যুর ২৪ ঘণ্টার মধ্যেই স্বামীর আত্মহত্যা

মৃত্যুই রহস্যের সৃষ্টি করেছে। কারণ, স্ত্রী মারা গেছেন তার কর্মস্থলের বাসস্থানে,স্ত্রী পেশায় ছিলেন পুলিশের কনস্টেবল। গত কয়েক দিনে তাদের মধ্যে কোন ধরনের যোগাযোগও ছিল না। কয়েক মাস থেকে দুজনের মতের অমিল হওয়ায় আলাদা থাকছিলেন তারা।এদিকে স্ত্রীর মৃত্যুও স্বাভাবিক নয়। পুলিশ জানিয়েছে, মৃত্যুর পর চিত্রার হাত-পা নীল হয়ে যায়। ফলে তিনি বিষ প্রয়োগের মাধ্যমে খুন হয়েছেন বলে ধারণা করছে পুলিশ। আর এতে স্বামী জড়িত থাকতে পারেন কি না তা জানার জন্য সর্বশেষ কবে প্রশান্ত তার স্ত্রীর সঙ্গে দেখা করেছেন তা খতিয়ে দেখছে পুলিশ।
এই ঘটনায় জনমনে চলছে সংশয় । অনেকেই ধারনা করছেন এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড । আবার গভীর প্রেমের কারণেও এমনটা হতে পারে বলে ধারনা অনেকের।