আবারও পূর্ণিমাকে নিয়ে
। নাটকটির নাম ছিল ‘অফ সাইড’। রাজ আবারও পূর্ণিমাকে নিয়ে আরেকটি নাটক নির্মাণ করলেন। এটি ধারাবাহিক নাটক। এতে পূর্ণিমার বিপরীতে রয়েছেন চঞ্চল চৌধুরী। সম্প্রতি নাটকটির শুটিং সম্পন্ন হয়। নাটকটির নাম রাখা হয় ‘ইডিয়টস’। এই নাটকে ছয় জন ইডিয়ট হিসেবে অভিনয় করেছেন। তারা হলেন-চঞ্চল চৌধুরী, হাসান মাসুদ, এজাজুল ইসলাম, সিদ্দিক, ইশতিয়াক রোমেল ও মিশু সাব্বির। নাটকটি প্রসঙ্গে পরিচালক বলেন, ‘কয়েকজন বন্ধুর ঘটনা নিয়ে কমেডি আকারে নাটকটি তৈরি করেছি।’ আগামী ২৪ নভেম্বর থেকে চ্যানেল নাইনে সপ্তাহে তিন দিন রাত ১০টা ৩০ মিনিটে প্রচার হবে।