বিয়ে করলেন সনি ও মৌসুমী
জীবন সংসারের অন্যতম ধাপ বিয়ে। তারই ধারাবাহিকতায়
বিয়ের পিড়িতে বসলেন সনি রহমান ও মৌসুমী হামিদ। অনেক বাঁধা, অনেক ভালোবাসা,
অনেক চাওয়া, অনেক পাওয়া, সব কিছুই ঘটেছে দু’জনের জীবনে। আর তাই সবকিছুর
অবসান ঘটিয়ে সনি রহমানকে বিয়ে করলেন মৌসুমী
হামিদ।তবে সেটা বাস্তব জীবনে নয়, সম্প্রতি রোমান্টিকধর্মী ‘নীল ডুমুরের ফুল’ শিরোনামের ঈদের একটি খণ্ড নাটকের গল্পে এমনটাই ঘটতে দেখা যাবে।
নাটকটি রচনা ও পরিচালনা করেছেন ইরানী বিশ্বাস। উত্তরার মন্দিরা শুটিং হাউজে নাটকটি চিত্রায়িত হয়েছে। ত্রিমুখী ভালোবাসার গল্পে আরও অভিনয় করেছেন নাঈম।
নাটকটি প্রসঙ্গে সনি রহমান বলেন, ‘একটি রোমান্টিক এবং ত্রিমুখী গল্প হওয়ায় অভিনয়টা অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল। তবে বেশ ভালো টিম ওয়ার্কিং ও স্ক্রিপ্টিংয়ের কারণে কাজটি খুব সহজেই করতে পেরেছি। আমরা সবাই আনন্দ, হৈ-হুল্লোর ও আন্তরিকতার মধ্য দিয়েই শুটিং শেষ করেছি।’
আসছে ঈদে কোনো একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে নাটকটি।
হামিদ।তবে সেটা বাস্তব জীবনে নয়, সম্প্রতি রোমান্টিকধর্মী ‘নীল ডুমুরের ফুল’ শিরোনামের ঈদের একটি খণ্ড নাটকের গল্পে এমনটাই ঘটতে দেখা যাবে।
নাটকটি রচনা ও পরিচালনা করেছেন ইরানী বিশ্বাস। উত্তরার মন্দিরা শুটিং হাউজে নাটকটি চিত্রায়িত হয়েছে। ত্রিমুখী ভালোবাসার গল্পে আরও অভিনয় করেছেন নাঈম।
নাটকটি প্রসঙ্গে সনি রহমান বলেন, ‘একটি রোমান্টিক এবং ত্রিমুখী গল্প হওয়ায় অভিনয়টা অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল। তবে বেশ ভালো টিম ওয়ার্কিং ও স্ক্রিপ্টিংয়ের কারণে কাজটি খুব সহজেই করতে পেরেছি। আমরা সবাই আনন্দ, হৈ-হুল্লোর ও আন্তরিকতার মধ্য দিয়েই শুটিং শেষ করেছি।’
আসছে ঈদে কোনো একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে নাটকটি।