=>> বৃটেনে এখন ২০হাজার গর্ভধারণকারী পুরুষ!
আসলে এটা ঘটেছে তথ্য সংগ্রহে ভ্রান্তির কারণে । বৃটেনে এখন গর্ভধারণ করা পুরুষের সংখ্যা ২০ হাজার। আপাতদৃষ্টিতে মনে হয়,
বৃটেনের ন্যাশনাল হেলথ সার্ভিসকে (এনএইচএস) এবার আধুনিক চিকিৎসা বিজ্ঞানের
বিস্ময় মোকাবিলা করতে হচ্ছে। এনএইচএস সংগৃহীত
জাতীয় পরিসংখ্যানের সাম্প্রতিক তথ্যে দেখা গেছে, ২০০৯ এবং ২০১০ সালের মধ্যে ইংল্যান্ডেই প্রায় ২০ হাজার পুরুষের ধাত্রী সেবা নেয়ার প্রয়োজন হয়েছে। তবে সবচেয়ে আতঙ্কের বিষয় হচ্ছে, একই সময়ে ১৭ হাজার পুরুষকে গর্ভধারণ এবং তাদের শিশুর নিরাপত্তার জন্য ধাত্রী বিভাগের শরণাপন্ন হতে হয়েছে।
আর আরও ৮০০০ সরাসরি প্রসূতি বিশেষজ্ঞের সেবা নিয়েছেন। তবে পানীয় জলের মাধ্যমে হঠাৎ করে ওয়েস্ট্রোজেন গ্রহণের ফলে হঠাৎ করে বৃটেনে পুরুষ গর্ভধারণকারীর সংখ্যা বাড়েনি।
জাতীয় পরিসংখ্যানের সাম্প্রতিক তথ্যে দেখা গেছে, ২০০৯ এবং ২০১০ সালের মধ্যে ইংল্যান্ডেই প্রায় ২০ হাজার পুরুষের ধাত্রী সেবা নেয়ার প্রয়োজন হয়েছে। তবে সবচেয়ে আতঙ্কের বিষয় হচ্ছে, একই সময়ে ১৭ হাজার পুরুষকে গর্ভধারণ এবং তাদের শিশুর নিরাপত্তার জন্য ধাত্রী বিভাগের শরণাপন্ন হতে হয়েছে।
আর আরও ৮০০০ সরাসরি প্রসূতি বিশেষজ্ঞের সেবা নিয়েছেন। তবে পানীয় জলের মাধ্যমে হঠাৎ করে ওয়েস্ট্রোজেন গ্রহণের ফলে হঠাৎ করে বৃটেনে পুরুষ গর্ভধারণকারীর সংখ্যা বাড়েনি।