এক ফাঁসিতে ক্ষতি ২২০০ কোটি!

আফজাল গুরুর ফাঁসির পর সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতির কারণে কাশ্মিরের দুই হাজার দু’শ কোটি ডলারের আর্থিক ক্ষতি হয়েছে বলে স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন। কাশ্মিরের ফেডারেশন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি শাকিল কালান্দার বলেছেন, ‘গত ৯ ফেব্রুয়ারি আফজাল গুরুর ফাঁসি হওয়ার পর থেকে এক মাসে আমরা মাত্র ৭-৮ টি ওয়ার্কিং ডে পেয়েছি। একদিন ব্যবসা বন্ধ থাকার কারণে আমাদের ক্ষতি হয় প্রায় একশ’ কোটি রুপি। সে হিসাবে আফজাল গুরুর ফাঁসির পর থেকে এ পর্যন্ত আমাদের ২২০০
কোটি রুপি ক্ষতি হয়েছে।’ কাশ্মিরের চলমান পরিস্থিতির জন্য ভারতের কেন্দ্রীয় সরকার দায়ী বলে তিনি জানান।এছাড়া, কাশ্মিরের ট্রাভেল এজেন্টস অ্যাসোসিয়েশনের প্রধান রউফ ট্রামবু সাংবাদিকদের বলেছেন, কাশ্মিরে চলমান অস্থিরতার কারণে পর্যটন শিল্পও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এরইমধ্যে ৫০-৬০ শতাংশ বুকিং বাতিল হয়ে গেছে বলে জানান তিনি। রউফ ট্রামবু আরো বলেছেন, ‘বন্‌ধ ও কারফিউ’র কারণে পর্যটন শিল্প সরাসরি ক্ষতির শিকার হচ্ছে। এরইমধ্যে ব্যপক আর্থিক ক্ষতি হয়েছে আমাদের।’ ২০০১ সালে ভারতীয় পার্লামেন্টে সন্ত্রাসী হামলার প্রধান পরিকল্পনাকারী বলে অভিযুক্ত আফজাল গুরুর ফাঁসি গত ৯ ফেব্রুয়ারি দিল্লির তিহার কারাগারে কার্যকর করা হয়েছে। জম্মু ও কাশ্মিরে জন্মগ্রহণকারী আফজাল গুরু ছিলেন একজন ফল বিক্রেতা এবং ভারতীয় পার্লামেন্ট ভবনে হামলার দিন তিনি কাশ্মিরে অবস্থান করছিলেন। আফজাল গুরুর ফাঁসি কার্যকর করার পর থেকে কাশ্মির জুড়ে অস্থির পরিস্থিতি বিরাজ করছে।ভারতের ইংরেজি দৈনিক দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেস এর আগে লিখেছে, কাশ্মিরের জনগণ মনে করেন, আফজাল গুরু ন্যায় বিচার পাননি। প্রতিবাদ নয় সশস্ত্র সংগ্রামই কেবল কাশ্মিরিদের ভাগ্য পরিবর্তন করতে পারে বলে একটি চিন্তাধারা ওই উপত্যকার তরুণদের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ছে। গুরুর ফাঁসি এ ভাবধারাকে আরো জোরদারই করবে বলেই মনে করছে ভারতীয় দৈনিকটি।

Powered by Blogger.