বরিশালে গৃহকর্মীকে আটকে রাতভর ধর্ষণ

গৃহকর্মীকে রাতভর আটকে রেখে ধর্ষণের ঘটনায় গৃহকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ধর্ষিতার পিতা বাদী হয়ে মামলা দায়ের করেন। আদালত মামলাটি গ্রহন করে কোতয়ালী থানার ওসিকে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য
নির্দেশ প্রদান করেছে। আদালতের দেয়া তথ্য মতে,
ঢাকার শ্যামপুরের বাসিন্দা তৈয়ব আলী রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে। জীবিকার তাগিদে তার মেয়েকে বরিশাল হাসপাতাল রোডস্থ ঝাউতলা প্রথম গলির বাসিন্দা গিয়াস উদ্দিন আহমেদের বাসায় গৃহকর্মী হিসেবে দেয়। দির্ঘ দিন ধরে সে ঐ বাসায় কাজ করতো এবং সুযোগ পেলেই গিয়াস উদ্দিন তাকে কু প্রস্তাব দিত। প্রস্তাব প্রত্যাখ্যান করলে কারনে অকারনে তাকে শারীরিক নির্যাতন করতো। কখনো শরীরিক সর্ম্পক স্থাপন না করলে হত্যার হুমকি দিত। তবু পেটের দায়ে কাজ করতো সে। এরই ধারা বাহিকতায় ১২ মার্চ গিয়াস উদ্দিন আহমেদের স্ত্রী অন্যত্র বেড়াতে গেলে রাত পৌনে দুইটায় পানি খাওয়ার কথা বলে তাকে ডেকে তোলে গিয়াস উদ্দিন। সে পানি নিয়ে গেলে তাকে কক্ষে আটকে রাতভর ধর্ষন করে। এতে গুরুতর অসুস্থ হয়ে পরে সে। পরের দিন গিয়াস উদ্দিনের স্ত্রী ঘরে ফিরে এলে ধর্ষিতা সব খবর জানায়। তিনি তাকে হাসপাতালে ভর্তি করায়। এ খবর ধর্ষিতার পিতা জানতে পেরে ঢাকা থেকে এসে মঙ্গলবার মামলা দায়ের করেন

Powered by Blogger.