মুশফিককে ৪ ও নাসিরকে ২ লাখ টাকা পুরষ্কার ঘোষণা

শ্রীলংকায় অনুষ্ঠিত গল টেষ্টে শ্রীলংকার বিপক্ষে অনবদ্য ডাবল সেঞ্চুরী করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহীমকে ৪ লক্ষ টাকা এবং শতরান করায় নাসির হোসেনকে ২ লক্ষ টাকা পুরস্কার প্রদানের ঘোষনা দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আহাদ আলী সরকার

এর আগে গতকাল শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের আশরাফুল ও মুশফিকুর রহীম অনবদ্য দেড় শতাধিক রান করায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আহাদ আলী সরকার তাদেরকে তিন লক্ষ টাকা করে পুরস্কার প্রদানের ঘোষনা দেন। আজ মুশফিকুর রহীম ডাবল সেঞ্চুরী করায় তার পুরষ্কার তিন লক্ষ টাকা থেকে চার লক্ষ টাকায় বৃদ্ধি করা হয়।
শ্রীলংকায় সফররত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে পাঠানো এক  অভিনন্দন বার্তায় ক্রীড়া প্রতিমন্ত্রী এ পুরষ্কার ঘোষনা করে গল টেষ্টে শ্রীলংকার বিপক্ষে অনবদ্য এক ইনিংস গড়ে তোলায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন জানান।

যুব ও ক্রীড়া সচিবের অভিনন্দন
যুব ও ক্রীড়া সচিব নূর মোহাম্মদ অনুরুপ এক অভিনন্দন বার্তায় শ্রীলংকায় অনুষ্ঠিত গল টেষ্টে শ্রীলংকার বিপক্ষে এক অনবদ্য ইনিংস করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন জানান। বিজ্ঞপ্তি

Powered by Blogger.