মিনি স্কার্ট পরলেই পুলিশ ধরে নিয়ে যাবে

যে দেশের রাজার অসংখ্য বিয়ে সেই দেশের নতুন আইন নারীরা মিনি স্কার্ট পরলে যদি তার পেট দেখা যায়, শরীরের কোন স্পর্শকাতর অংশ দেখা যায় তাহলে তাকে গ্রেপ্তার করবে পুলিশ
। এ ঘোষণা দিয়েছে সোয়াজিল্যান্ডের পুলিশের এক মুখপাত্র ওয়েন্ডি হলেটা। তিনি বলেছেন, কোন নারী অনৈতিক কোন পোশাক পরেছেন- এমন অভিযোগ
 পেলেই ১৮৮৯ সালের একটি আইনের অধীনে তাকে গ্রেপ্তার করা হবে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এই সেই সোয়াজিল্যান্ড যেখানকার রাজা তৃতীয় মসাওয়াতি ১৩টি বিয়ে করেছেন। তার আরও স্ত্রী হওয়ার তালিকায় আছেন- ইনখোসিকাতি, লা মাতসেবুলা, ইনখোসিকাতি লামোটসা, ইনখোসিকাতি লামবিকিজা, ইনখোসিকাতি লা নগাঙ্গাজা, ইনখোসিকাতি লাহওয়ালা, ইনখোসিকাতি লা মাগওয়াজা, ইনখোসিকাতি লামাসাঙ্গো, ইনখোসিকাতি লাগিজা, ইনখোসিকাতি লামাগোঙ্গো, ইনখোসিকাতি লামাহলাঙ্গু, ইনখোসিকাতি লানটেনটেসা, ইনখোসিকাতি লাদুবে ও ইনখোসিকাতি লানকামবুলে। সে দেশে এমন নিয়ম ঘোষণা করায় তা আলোচনায় উঠে এসেছে। পুলিশ মুখপাত্র ওয়েন্ডি হলেটাও একজন নারী। তিনি বলেছেন, নারীরা মিনি স্কার্ট পরলে তাতে ধর্ষণকে উসকে দেয়া হয়। ধর্ষকদের অপরাধ সংঘটন সহজ হয়। গত মাসে সোয়াজিল্যান্ডের দ্বিতীয় শহর মানজিনিতে ধর্ষণের প্রতিবাদে নারীরা মিনি স্কার্ট পরে প্রতিবাদ বিক্ষোভ করে। কিন্তু পুলিশ তাদের থামিয়ে দেয়। তবে বার্ষিক রিড ড্যান্সে নারীদের ক্ষেত্রে ঔপনিবেশিক আমলের ওই আইন প্রযোজ্য হবে না। ওই নাচের অনুষ্ঠানে কুমারীরা উন্মুক্ত বক্ষে এবং শরীরের নিম্নাঙ্গে সামান্য এক চিলতে কাপড় পরে নাচেন। সেই অনুষ্ঠানে রাজা উপস্থিত থেকে উপভোগ করেন এবং বেছে নেন সুন্দরী। তাকে তিনি নতুন স্ত্রী হিসেবে ঘরে তোলেন। ২০০০ সালে সরকার সেখানে একটি আইন চালু করে। তাতে বলা হয়, ১০ বছর ও তার বেশি বয়সী স্কুল ছাত্রীদের হাঁটু অবধি স্কার্ট পরতে হবে। কারণ, স্বল্প বসনের কারণে ধর্ষণ উদ্বুদ্ধ হয় এবং তাতে এইডস ছড়ায়। ওয়েন্টি হলেটা বলেন, ১৮৮৯ সালের ওই আইনটি সমপ্রতি প্রয়োগ করা হয়নি। কিন্তু পুলিশ তা মনে করিয়ে দিয়ে নারীদের সচেতন করতে চায়। কারণ, মানজিনি শহর থেকে নারীদের উত্ত্যক্ত ও ধর্ষণের রিপোর্ট আসছে তাদের কাছে। ওই শহরের নারীরা একেবারে স্বল্প আকারের মিনি স্কার্ট পরেন। ওয়েন্টি হলেটা বলেছেন, এই আইন কেউ না মানলে তাকে ১০ পাউন্ড পর্যন্ত জরিমানা করা হবে। এই অর্থ দিতে অপারগ হলে তাদের ৬ মাসের জেল পর্যন্ত হতে পারে। তাই নারীদের উচিত শালীন পোশাক পরা। তিনি বলেন, নারীরা যখন স্বল্প বসন পরিধান করেন তখন তা ধর্ষকের পক্ষে সহায়ক হয়। তাই নারীদের পোশাকের প্রতি যত্নশীল হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। তিনি বলেন, নারীদের ক্ষতি হোক এমনটা আমরা চাই না। একই সঙ্গে একে অন্যের প্রতি সম্মান দেখানো উচিত।

Source : hello-today

Powered by Blogger.