চাঁপাইনবাবগঞ্জে স্কুল ছাত্রী উত্যক্ত’র ঘটনায় ১২টি মাছ আড়ত ভস্মিভূত: ২জন আটক

চাঁপাইনবাবগঞ্জে স্কুল ছাত্রী উত্যক্ত’র ঘটনায় ১২টি মাছের আড়ত ভস্মিভূত এবং এ ঘটনাকে কেন্দ্র করে দু’পুরের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। পুলিশ মাছের আড়ত পোড়ানোর ঘটনায় ২জনকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, স্কুল ছাত্রী উত্যক্ত’র
ঘটনার জের ধরে গতকাল বুধবার রাত পৌনে ১২টায় শহরের মডার্ণ মার্কেটের মাছ পট্টিতে ১২ট মাছের আড়তে আগুন লাগিয়ে দেয় কে বা কারা । খবর পেয়ে ৩০ মিনিট পর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। মাছ বাজার সমিতির সাধারণ ইয়াদুল হোসেন জানান, মাছ ব্যবসায়ী গোলাপের স্কুল পড়ুয়া মেয়েকে রামকৃষ্টপুরের কতিপয় বখাটে যুবক উত্যক্ত করে এবং এর প্রতিবাদ করতে গেলে তার পিতা গোলাপসহ ৩জনকে আহত করে। এ ঘটনার জের ধরে উত্যক্তকারী পক্ষ গভীর রাতে ১২টি মাছ আড়তে আগুন লাগিয়ে দেয়। আগুনে আড়তগুলো ভস্মিভূত হওয়ায় প্রায়  ২ কোটি টাকার মাছসহ নগদ টাকা পুড়ে যায়। আগুনে ভস্মিভুত আড়তগুলো গতকাল বুধবার সকালে পরিদর্শন করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক ড. শাহ আলম ও পুলিশ বশির আহম্মেদ। এ ঘটনাকে কেন্দ্র করে দু’পুরের মধ্যে টানটান উত্তেজনা ও যে কোন সময় সংঘর্ষের আশংকা দেখা দিয়েছে। এ ব্যাপারে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ এনায়েত করিম জানান, এ ঘটনায় সন্দেহজনকভাবে শামিম ও সুমন নামে ২জনকে আটক করা হয়েছে।

Powered by Blogger.