ফুলবাড়ীয়ায় মন্দিরের মূর্তি ভাংচুর, আতংকে হিন্দুরা

ফুলবাড়ীয়া উপজেলার আছিম বাজারে গতরাতে কালী মন্দিরের ৩ টি মূর্তি ভাংচুর করা হয়েছে। এ ঘটনার পর থেকে ঐ এলাকার হিন্দুদের মাঝে আতংক বিরাজ করছে। থানা পুলিশ
ভাঙ্গা মূর্তি উদ্ধার করেছে। থানায় মামলা হয়েছে। স্থানীয় চেয়ারম্যান সাইফুজ্জামান জানান, সর্বশেষ হরতালের দিন একটি ধর্মান্ধ চক্র স্থানীয় ইউনিয়ন পরিষদের কার্যালয় ভাংচুর, আছিম শাহাবুদ্দিন কলেজে ছাত্র-ছাত্রীদের ওপর হামলা ও বাজারে হামলা করে আতংক সৃষ্টির চেষ্টা করে। ঐ ঘটনার পর থেকে আছিম বাজারে আতংক বিরাজ করছিল। গতরাতে মন্দিরের মূর্তি ভাঙ্গার পর হিন্দু সম্প্রদায়ের মাঝে আরও বেশী আতংক ছড়িয়েছে। তিনি দোষীদের গ্রেপ্তার করে শাস্তির দাবী জানান। মন্দির কমিটির সভাপতি সুনীল চ্দ্র তরফদার জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।

Powered by Blogger.