টেলিভিশন বিস্ফোরণে রাজধানীতে শিশু নিহত : আহত ৩

রাজধানীর মিরপুরে টেলিভিশন বিস্ফোরণে একই পরিবারের ১ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। বুধবার দিনগত রাত ৩টায় মিরপুর ১৩ নম্বরের সি ব্লকের ২২ নম্বর রোডে এ ঘটনা ঘটে।  প্রতিবেশী সুলতান আহমেদ  জানান, মাঝ রাতে বিকট শব্দ শুনে তার ঘুম ভেঙ্গে যায়। সঙ্গে সঙ্গে আগুন
আগুন বলে চিৎকার শুনতে ‍পান। দৌড়ে গিয়ে অগ্নিদগ্ধ মোতাহার আলী (৪০), স্ত্রী জোসনা বেগম (৩০) এবং তাদের সন্তান বৃষ্টি (১০) ও মারুফকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। ভোর রাতে দেড় বছরের শিশু সন্তান মারুফ মারা যায়। অন্যদের সারা শরীর আগুনে ঝলসে গেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত ডাক্তার।
ফুলবাড়িয়া ফায়ার কন্ট্রোল রুমে যোগাযোগ করা হলে অপারেটর গোলাম মোস্তফা জানান, টিভি বিস্ফোরণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াজেদ আলী জানান, সর্ট সার্কিটের কারণে টিভি বিস্ফোরণ থেকে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Powered by Blogger.