বাসরঘরে নববধু শারমিন ক্ষত-বিক্ষত

চুনারুঘাট (হবিগঞ্জ) : বাসর রাতে সদ্য বিয়ে হওয়া এক দম্পতির ঘরে বটি নিয়ে হামলা করেছে অপর এক মহিলা। মোর্শেদা নামে ওই মহিলার এলোপাথাড়ি আঘাতে ক্ষতবিক্ষত হয়েছে নববধূ শারমিন। চিৎকার শুনে আশপাশের মানুষ ছুটে আসার আগেই শারমিনের শরীরে ১২টি কোপের আঘাত পড়েছে
। শনিবার রাতে উপজেলা গাভীগাও গ্রামে এঘটনা ঘটেছে। আহত শারমিন জানান, তিনি দীর্ঘদিন ধরে ঢাকার মেঘালয় পোষাক কারখানার একজন শ্রমিক হিসেবে কর্মরত। ৫ই মার্চ লঞ্চে করে বরিশালের বাবুগঞ্জ উপজেলার বকশিরচর গ্রামের নিজ বাড়ী থেকে তিনি ঢাকার সদরঘাটে আসেন। এ সময় তার সাথে পরিচয় হয় চুনারুঘাটের যুবক রাজু’র সঙ্গে। শারমিনকে নেশা খাইয়ে অচেতন করে শায়েস্তাগঞ্জের গোলচত্তর এলাকায় এনে ফেলে রেখে পালিয়ে যায় রাজু। ৮ই মার্চ রাজুর খোঁজে চুনারুঘাট মধ্য বাজারে আসেন শারমিন। এখানে পরিচয় হয় উপজেলা গাভীগাও গ্রামের ময়না মিয়ার পুত্র শাহিন মিয়ার সাথে। শারমিনকে পারকুল গ্রামের নুহ মিয়ার বাড়ীতে নিয়ে যায় শাহীন। বিষয়টি জানা জানি হলে স্থানীয় চেয়ারম্যানের মধ্যস্থতায় দেড় লাখ টাকার কাবিন মুলে শাহিনের সঙ্গে বিয়ে দেয়া হয় শারমিনকে। রাতে স্বামীর বাড়ীতে বাসর হয় তার। ভোররাতে শাহিনের প্রথমা স্ত্রীর পরিচয়ে মোর্শেদা নামের অপর মহিলা বাসরঘরে ঢুকে শারমিনের উপর বটি নিয়ে হামলা চালায়। আহত শারমিন এখন হবিগঞ্জ আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শারমিনের বাবার নাম আব্দুস শরীফ।

Powered by Blogger.